spot_img

বৃষ্টি বাড়বে যেদিন থেকে

ঢাকা অফিস: এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা আগেই চলে আসায় দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এরই মধ্যে দেশের প্রায় অর্ধেক অংশ জুড়ে বিস্তৃত হয়েছে বর্ষা মৌসুমের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হয়ে দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে এখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে এ সময়টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ভাপসা গরমও অনুভূত হবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু চলে আসায় ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এখন থেকে থেমে বৃষ্টি হতে পারে। রবিবার (২ জুন) থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

স্বাআলো/এস/বি

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৪ সালের...

রবিবার থেকে পুরোদমে অফিস, কারফিউ থাকতে পারে যে সময়ে

ঢাকা অফিস: আগামী রবিবার (২৮ জুলাই) থেকে পুরোদমে শুরু...

‘ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি’

ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলনের তোপে সারাদেশে গত সাতদিন...

ইন্টারনেট গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে বিটিআরসির নির্দেশনা

ঢাকা অফিস: দেশজুড়ে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে গুগলের ক্যাশ...