তাপদাহে অস্বস্তিতে চুয়াডাঙ্গার মানুষ, তাপমাত্রা রেকর্ড ৪২.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসের আর্দ্রতা ১৪ শতাংশ। সকার ৯টায় ছিলো ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিলো ৪৪ শতাংশ। আর ১২টায় ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিলো ১৬ শতাংশ। এ নিয়ে টানা ১৪ দিন চলছে তীব্র তাপদাহ। গরমের তীব্রতায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এর মধ্যে ২৪ এপ্রিল বুধবার তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিলো ৩২ শতাশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৮ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিলো ১৮ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৫৮ শতাংশ। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রি, বাতাসের আদ্রতা ছিলো ৩৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৭ শতাংশ। সকাল ৯টা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৪৫ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১৯ শতাংশ। বর্তমানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৪ শতাংশ।
তিনি আরো জানান, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে।
তিনি আরো জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪২দশমিক৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে হিট এলার্ট মেনে চলতে। বিশেষ করে কৃষি, গবাদি পশুর প্রতি যত্নশীল হতে হবে এ মুহুর্তে।
তিনি বলেন, আবহাওয়া অধিদফতর থেকে যে তথ্য ও নির্দেশনা দেয়া হচ্ছে সে অনুযায়ী মাইকিং করা হচ্ছে।
স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কমছে যশোরের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে...

যশোর সদরের হৈবতপুরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোরের হৈবতপুর ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা...

পরকীয়া প্রেমিকার পরিকল্পনায় খুন হন মণিরামপুরের মেসকাত, নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া...

সুন্দরবনে আগুন

আজাদুল হক, বাগেরহাট: জেলার পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট...