spot_img

চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চুয়াডাঙ্গায় বৃষ্টি

মঙ্গলবার (২৮ মে) দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় এ হামলার শিকার হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল হান্নানকে দেখতে গিয়েছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসেও ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চেয়ারম্যান আব্দুল হান্নানের স্ত্রী আসমা আখতার বলেন, ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন চেয়ারম্যান। ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোটরসাইকেল চালিয়ে দুইজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত তাকে পেছন থেকে পিঠে ধারালো ছুরি দিয়ে কোপ দেয়। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কি কারনে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি।

চুয়াডাঙ্গায় তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন । সেই ঘটনায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

খুলনায় অধিকাংশ স্লুইস গেট নষ্ট, পানিবন্দি বাসিন্দারা

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

মাগুরায় নাশকতা মামলায় বিএনপির ১১ নেতা-কর্মী আটক

লিটন ঘোষ জয়, মাগুরা: কোটা আন্দোলনে সহিংসতা এবং নাশকতার...