চৌগাছায় চাচা-ভাতিজাসহ ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আপন চাচা-ভাতিজাসহ তিনজন।

তারা হলেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং তার আপন ভাতিজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।

আগামী ২১ মে ২য় ধাপে যশোরের চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মঙ্গলবার (২৩এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চাচা-ভাতিজাসহ চেয়ারম্যান পদে তিন প্রার্থীসহ মোট ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শার্শা-ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।

এরআগে গত ২১ এপ্রিল চাচা এসএম হাবিবুর রহমান চৌগাছার সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ভাতিজা এসএম সাইফুর রহমান বাবুল রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

১৫০ উপজেলার প্রার্থীরা প্রতীক পাবেন আজ

এদিন তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্র্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান পৌর কাউন্সিলর পদে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়ন বাতিল হয়।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রিপা খাতুন এবং উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ৭ পরিবার নিঃস্ব, ক্ষতি ২৩ লাখ টাকা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের...

শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে...