spot_img

আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আব্দুল্লাহ গ্রেফতার

ঢাকা অফিস: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)। আজ ভোরে উখিয়ার ক্যাম্প-২০ সংলগ্ন লাল পাহাড়ের ঢালুস্থানে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উখিয়াস্থ ১৪ এপিবিএনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহঅধিনায়ক আরেফিন জুয়েল বলেন, তথ্য-প্রযুক্তি সহায়তায় আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ বর্ধিত ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। তার প্রেক্ষিতে বুধবার বিকেল সাড়ে চারটায় বর্ধিত ক্যাম্প-২০ এর একটি শেড থেকে ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে একটি বিদেশি পিস্তল ও দুইটি রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝুলানো ব্যাগ থেকে পাওয়া যায় আরেকটি বিদেশি পিস্তল।

তিনি বলেন, আলামতসহ আব্দুল্লাহকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো অস্ত্র ও গুলি রয়েছে বলে তথ্য দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে তার তথ্যের ভিত্তিতে বর্ধিত ক্যাম্প-২০ এর ব্লক-বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢালুস্থান থেকে দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান একটি , মাঝারি সাইঝের ওয়ান শুটারগান দুইটি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ একটি, রাইফেলের গুলির খোসা ২০টি,তিনটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।

আরেফিন জুয়েল আরো বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরো দুইটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি সময়ে ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিলো এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে, যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য গ্রেফতার আব্দুল্লাহকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র...

‘দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা’

ঢাকা অফিস: দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো...

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশে কোটা আন্দোলন মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের...

খুলনাসহ ৮ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে...