spot_img

নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর রাতে বরের মৃত্যু

রাজশাহীতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর রাতে বরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর রাত ৮টার দিকে বাড়িতে করা আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম শাকিল (২৪)। তিনি ওই গ্রামের আবদুস সালামের ছেলে। শাকিল পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোক নেমে এসেছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামে শাকিলের বিয়ে হয়। দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসে। বিয়ে উপলক্ষে শাকিলদের বাড়িতে আলোকসজ্জা করা হয়েছিল। সন্ধ্যার পর শাকিল নিজেই বাড়ির আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন।

আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিলো বাড়ির বারান্দার গ্রিল। এটি জানতেন না শাকিল। রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছেলেটা আমাদের চোখের সামনে বড় হলো। খুবই ভালো ছেলে ছিলো সে। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেয়ার মতো না। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোক নেমে এসেছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতাসহ আটক ৫

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে...

রাবিতে হলে ঢুকে মোটরসাইকেলে আগুন, ব্যাপক ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের...

নিয়োগ পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পিএসসি

রাজশাহী ব্যুরো: পিএসসির পরীক্ষাগুলোয় প্রশ্নফাঁসের বিষয়ে প্রতিবাদ জানিয়ে রাজশাহী...

খামে ভরে ঘুষের টাকা নিলেন ওসি

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...