আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়ার পথে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঢাকা অফিস: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সিলমন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জনি (১৮) ও সোহেল (৪০)।

আহতরা হলেন নজরুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (৫৫), জাহিদ হাসান (১৮) ও জিসান (২০)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাধারচর গ্রামের বাসিন্দা।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হৃদয় হাসান বলেন, রবিবার নরসিংদীর একই গ্রামের আমরা ছয়জন অটোতে করে টঙ্গী ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য তুরাগ তীরে আসতেছিলাম। পথে ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্রাক আমাদের অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমাদের সঙ্গের দুইজন মারা যান। এ ছাড়া আমার বাবাসহ গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, টঙ্গীর ইজতেমায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত অবস্থায় আমাদের ঢাকা মেডিকেলে এলে তাদের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আহতদের কাছ থেকে জানতে পেরেছি, এই ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানিয়েছি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

৮ মে ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে...

৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: আগামী বুধবার অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম...

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার

ঢাকা অফিস: দেশে এখন ২৫ লাখ ৯০ হাজার বেকার...

বজ্রপাতে প্রাণ গেলো ৪ জনের

তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে)...