কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেলো বাবারও

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বাবারও মৃত্যু হয়েছে। ছেলে আবিদুল মণ্ডল (৪৫) মারা যাওয়ার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাবিল মণ্ডলের (৭০) মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু এ তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, নিজ বাসায় আবিদুল মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টার দিকে আবিদুলের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা কাবিল মণ্ডলও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকেও কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ির পাশের ফাঁকা স্থানে দুটি স্টিলের খাটিয়ায় বাবা-ছেলের লাশ পাশাপাশি রাখা রয়েছে। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত, লাফিয়ে বাঁচলেন বাবা

স্থানীয় বাসিন্দা কাজী তুহিন জানান, প্রথমে ছেলে স্ট্রোক করে মারা যান। পরে তার মৃত্যুর খবর শুনে বাবাও স্ট্রোক করে মারা যায়।

ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলে স্ট্রোক করে মারা গেছেন।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি লোকমুখে জানতে পেরেছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কুষ্টিয়ায় শ্যালককে কুপিয়ে হত্যা করলো ভগ্নিপতি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে ধান কাটাকে কেন্দ্র...

স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি

ঢাকা অফিস: স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়...

বজ্রপাতে মা ও ছেলেসহ নিহত ৩

নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে ৷...

ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ...