গাঁজা ব্যবসার চিত্র উদ্বেগজনক

সম্পাদকীয়: বাগেরহাট গাঁজা ব্যবসার নিরাপদ রুট হিসাবে আলোচিত হয়ে উঠেছে। সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও কোনো কাজ হচ্ছে না। আর তাই তারা বস্তা বস্তা গাঁজা নিয়ে ব্যবসা চালাচ্ছে।

১ ফেব্রুয়ারি মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে আরো ১২ কেজি গাঁজাসহ আকাশ খান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক আকাশ খান জেলার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের বাসিন্দা।

গাজায় গণহত্যা ঠেকাতে সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশ

এর আগে ২০ জানুয়ারি একই জেলার মোল্লাহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো, রামপাল উপজেলার সিঙ্গারবুনিয়া গ্রামের নোমান সরকার (২৩) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর সাইচা দালান বাজার এলাকার রাকিব হোসেন ভুইয়া (২০)।

অহরহ গাঁজা ধরা পড়ছে। তাও দুই-এক পুরিয়া নয় ১০-২০ কেজি করে। গত মাসে খুলনায় ১২ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। গত জুলাই মাসে যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী থেকে ১১ কেজি গাঁজাসহ সাধন কুমার ঘোষকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আটক করেছে।

মাদকাসক্তরা মাদকদ্রব্য কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে অপরাধ জগতে নিজেকে সমর্পণ করে। তখন কোনো অনুভূতির মূল্য সে দিতে জানে না সে। কোনো পরিবারের ছেলে, স্বামী, মেয়ে যেকোনো সদস্য মাদকাসক্ত হলে পরিবারটা সমাজে হেয়প্রতিপন্ন হয়। সমাজে সবাই এদের অপরাধী মনে করে। কারণ নেশার পয়সা জোগাড় করতে এরা নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশি কারো কাছে মান সম্মান থাকে না। ঘরে ভাই বা বাবা কেউ মাদকাসক্ত হলে মেয়ের বিয়ে দেয়া দুষ্কর হয়ে পড়ে। কারণ এ পরিবারের সদস্যদের কেউ সহজভাবে মেনে নিতে পারে না। সমাজে এরা অবহেলিত, অযাচিত, অপাংতেয়।

গাজার জনসংখ্যার ৪০ শতাংশ দুর্ভিক্ষের ঝুঁকিতে

মাদকাসক্ত নিজের পরিবারের ভালোবাসা হারিয়ে ফেলে। সকল সৎ গুণ, ক্ষমা, ধৈর্য, বিনয়, সহনশীলতা ইত্যাদি মূল্যবোধ বিলুপ্তির ফলে সে মানসিক ও আত্মিক শূন্যতায় ভুগতে থাকে। ফলে সবদিক থেকে সে দেউলিয়া হয়ে পড়ে। এক কথায় মাদকাসক্তরা সমাজের সকল অশান্তির মূল। এ মূল উৎপাটনে সরকার যে শুভ উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ডেঙ্গু চোখ রাঙাচ্ছে : সতর্কতা প্রয়োজন

সম্পাদকীয়: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছরের প্রথম চার মাস ডেঙ্গুরর...

অবিশ্বাস্য হলেও সত্যি

সম্পাদকীয়: অবিশ্বাস্য হলেও সত্যি যে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব...

পরিবেশ রক্ষার বিষয়টি দেখবে কে

সম্পাদকীয়: পলিথিনে সয়লাব সাতক্ষীরার পাইকগাছা হাট বাজার। ওই সব...

মহান মে দিবস

সম্পাদকীয়: ফরাসী বিপ্লবের শতবার্ষিকীতে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের...