টাইগারদের বোলিং তোপে ১৫৬ রানে আটকে গেলো আফগানিস্তান

টাইগারদের বোলিং তোপে কুপোকাত আফগানিস্তান। মাত্র ১৫৬ রানে অলআউট হয়েছে তারা। সাকিব ও মিরাজ দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় আফগানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই আফগান ওপেনার। উদ্বোধনী জুটি ভাঙতেই পারছিলো না টাইগাররা। শেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত নাজিবউল্লাহ জাদরান। দ্বিতীয় ওভারে বল করতে এসেই জাদরানের উইকেট নিয়েছেন সাকিব। ২২ রান করা জাদরানকে ফেরান সাকিব। তার বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার।

এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। দুজনে মিলে ৩৬ রানের জুটি গড়ার পর পানি বিরতি দেয়া হয়। সেই জুটি ভাঙেন সাকিব। এবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।

হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বাউন্ডারি মারতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক। ৩৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। শহীদি আউট হওয়ার পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে থাকা রহমানউল্লাহ গুরবাজ।

দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার। তাসকিনের ব্যাক্তিগত পঞ্চম ওভারে সরাসরি বোল্ড হয়েছেন মোহাম্মদ নবি। ১২ বলে ৬ রান করেন আফগান অলরাউন্ডার। রশিদ খান ফিরে যান ৯ রান করে।

তবে কার্যকরী ইনিংস খেলেন আজমতউল্লাহ। ২০ বলে ২২ রান করেন তিনি, এরপর শরিফুল ইসলামের বলে ইনসাইড এজ হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন আফগানদের দলীয় রান ১৫৬। স্কোর বোর্ডে রানসংখ্যা স্থির থাকতেই মুজিবকে ফেরান মিরাজ। তিনি নেন রশিদের উইকেটও। নাভিন উল হক ও ফজলহক ফারুকী রানের খাতাই খুলতে পারেননি।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই

স্পোর্টস ডেস্ক: প্রায় শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)...

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল...

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ আর নেই

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার...

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবলের খুব কম রেকর্ডই আছে যেগুলো এখনো...