ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গায় যাবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জনসভায়

আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন তিনি।

জনসভা সফল করতে মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভাঙ্গায় জনসভা করবেন। বিরোধীরা অনেক চেষ্টা চালিয়ে ছিলো জনসভাকে বানচাল করতে। কিন্তু তাদের আশা ভন্ডুল হয়েছে।

তিনি আরো বলেন, আমরা নেত্রীর বক্তব্য শুনতে চাই। সে কারণে আমরা যতদূরসম্ভব জনসভা সফল করতে লোকের সমাগম বেশি করে ঘটাব, যেন নেত্রী বুঝতে পারেন ভাঙ্গার জনগণ তাকে অনেক ভালোবাসেন। ১০ অক্টোবর খেলা হবে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীসহ ইউনিয়ন ও পৌর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে রাজধানীর...

টানা ৮ দফায় সোনার দাম কত কমলো

ঢাকা অফিস: দেশের বাজারে টানা আট দফায় সোনার দাম...

বিদ্যুতের দাম বছরে ৪ বার বাড়বে

ঢাকা অফিস: ভর্তুকি কমিয়ে আনতে বছরে চারবার বিদ্যুতের দাম...

জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আব্দুল হাইয়ের মতো...