ভালাবাসা দিবসে এক গোলাপ ১০০ টাকা, বিপাকে প্রেমিক-প্রেমিকা

ঢাকা অফিস: বছর ঘুরে আবারো এলো ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে ফাগুনের দিনের শুরু। বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সকলেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পছন্দ করেন। তবে এবার সেই ফুল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন প্রেমিক-প্রেমিকা, তরুণ-তরুণীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, শাহবাগ ঘুরে দেখা যায়, ফুল ব্যবসায়ীরা প্রেমিক-প্রেমিকাদের কাছে একটি গোলাপের দাম হাঁকাচ্ছেন ১০০ টাকা করে। তিন-চার দিনের ব্যবধানে তারা গোলাপ ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মানভেদে ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চারদিনের ব্যবধানে এতো দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা প্রেমিক-প্রেমিকারা।

যদিও ফুল ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় এবার চাহিদা বেড়েছে গোলাপ ফুলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।

আজ বসন্ত ও ভালোবাসা দিবস

একজন ফুল ব্যবসায়ী বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন। তাই বাড়তি দামে ফুল বিক্রি করা হয়। দোকানে তিন ধরনের গোলাপ বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুইটি চায়না।

এ ব্যবসায়ী বলেন, চায়না হলুদ গোলাপ চারদিন আগেও বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০ থেকে ১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিলো ১০ থেকে ১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুলও বিক্রি হচ্ছে। সেগুলোর দামও বেড়েছে। তবে চাহিদা তুলনামূলক কম হওয়ায় সেগুলোর দামের বিষয়ে কারো অভিযোগ নেই।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মারধরের প্রতিশোধ নিতে যশোরে কলেজছাত্র নুর খুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার...

আসতে পারে আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আছড়ে পড়েছিলো...

পেঁয়াজ আমদানি শুরু, কমতে পারে দাম

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর...

যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইবে

ঢাকা অফিস: পুরো এপ্রিলজুড়ে ছিলো তাপপ্রবাহ।‌ টানা তাপপ্রবাহের মধ্যে...