মেডিকেল ভর্তি উপস্থিত হয়েছে লাখ শিক্ষার্থী

ঢাকা অফিস: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশের ১৯ টি কেন্দ্রের ৪৪ টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

দেশে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা পাঁচ হাজার ৩৮০টি। এছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭ টি মেডিকেল কলেজে আসন ছয় হাজার ২৯৫ টি। সব মিলিয়ে ১০৪ টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫ টি আসনের জন্য এবার এক লাখ চর হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

পরীক্ষার কেন্দ্রের গেট খুলেছে সকাল ৮টায়। পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা ছিল সকাল ৯ টা ৩০ মিনিট।

প্রশ্নফাঁস: ২১ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত, ৩ শিক্ষক বরখাস্ত

পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেনো কেন্দ্রে ঢুকতে না পারেন, সে লক্ষ্যে মেটাল ডিটেক্টরের পাশাপাশি আর্চওয়ে দিয়ে প্রবেশ কার্যক্রম তদারকি করা হচ্ছে।

পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীগণসহ মন্ত্রণালয়/অধিদফতরের কর্মকর্তারা কোনোভাবেই মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ, এয়ারফোন ইত্যাদি বহন করছেন না। ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারছেন না।

ভর্তি পরীক্ষার কেন্দ্র/ভেন্যুতে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারছেন না ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: ৪ পুলিশ সদস্য আটক

এ পরীক্ষার জন্য ১০ জানুয়ারি থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহ বন্ধের নির্দেশনা দেয় সরকার। এছাড়াও অনলাইন কোচিং বন্ধ ও সাইবার অপরাধ রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের তৎপরতা অব্যাহত ছিলো।

সরকারের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

এখন অনায়াসে ৫-৭ লাখ টন চাল রফতানি করতে পারবো: খাদ্যমন্ত্রী

ঢাকা অফিস: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গত ২০২২-২৩...

শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের...

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: একদিনের সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা...

যশোরসহ যেসব অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়বৃষ্টির আভাস

ঢাকা অফিস: দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা...