বাগেরহাটে ২টি উপজেলাতে বিজয়ী হলেন যারা

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন বাগেরহাটের ২টি উপজেলায় শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কচুয়া উপজেলায় স্থানীয় একটি ইউনিয়নের যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু ২৬ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাগেরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমস পেয়েছেন ১৯ হাজার ৪৬৭ ভোট। এ উপজেলায় উপ- নির্বাচনে আসা উপজেলা চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার পেয়েছেন আট হাজার ৪৬৫ ভোট এবং অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান পেয়েছেন মাত্র ৩১৮ ভোট।

যদিও কেএম ফরিদ হাসান নির্বাচনের আগের দিন জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। এ উপজেলায় শেখ সুমন ৩৮ হাজার ৫৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান ও হনুফা খাতুন ২৪ হাজার ৪৩৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কচুয়া উপজেলা নির্বাচন অফিসার হিমাংশ প্রকাশ এ তথ্য জানিয়ে বলেন কচুয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৯ হাজার ৬৯১ জন। ৬২.৩৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ট হয়েছে। এদিকে রামপাল উপজেলায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন ২৪ হাজার ১৯৬ ভোট পেয়ে পুনরায় চেযারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম জামিল হাসান পেয়েছেন ২৩ হাজার ৯৪৭ ভোট, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মান্নান পেয়েছেন ৮৮৪ ভোট এবং অপর প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদ পেয়েছেন মাত্র ৪৯৬ ভাট। এ উপজেলায় ২০ হাজার ২৩১ ভোট পেয়ে নুরুল হক পুনরায় ভাইস চেয়ারম্যান ও মুসাম্মাৎ হোসনে আরা মিলি ২৬ হাজার ৮২১ ভোট পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রামপাল উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সাত্তার জানান, নির্বাচনে উপজেলার মোট এক লাখ ৩৮ হাজার ৩০৩ ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন মাত্র ৫০ হাজার ৮৩৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ৩১৪ টি ভোট।

উপজেলার ৩৬.৭৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। উল্লেখ্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, রেজাউল ইসলাম খান ভাইস চেয়ারম্যান ও রিজিয়া পারভিন মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিনাভোটে পুরনরায় নির্বাচিত হয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার...

উপজেলা নির্বাচন: যশোরে মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন...

বাগেরহাটে খোলা মাঠে সার্কাস দেখতে হাজারো মানুষের ঢল

আজাদুল হক, বাগেরহাট: মাথা মাটিতে ঢুকিয়ে, মাথার চুল দিয়ে...