যশোরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক: যশোরে মায়া রানী (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারধরে আহত অবস্থায় রবিবার (৪ ফেব্রুয়ারি) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে তার স্বামী পরিতোষ কুমার সানা।

তবে মায়াকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি করেছে নিহত মায়া রানীর ভাই সুশান্ত কুমার মণ্ডল।

মায়া রানী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তরুণ কুমার মণ্ডলের মেয়ে।

তারা স্বামী-স্ত্রী যশোর উপশহর এলাকার সুফিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (এসআই) ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে মায়া রানীর স্বামী পরিতোষ কুমার সানা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রীকে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরই মধ্যে মায়ার স্বামী সেখান থেকে পালিয়ে চলে যান। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল
মর্গে রাখা হয়েছে।

এদিকে মায়ার ভাই সুশান্ত কুমার মণ্ডল জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি বিরাজ করছিলো। তারই জের ধরে তার স্বামী পরিতোষ কুমার সানা এদিন মায়াকে পিটিয়ে হত্যা করেছে।

এদিকে নিহত মায়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এসআই ইয়াসিফ আকবর জয় আরো জানিয়েছেন, মুমূর্ষ অবস্থায় মায়াকে হাসপাতালে এনেই তার স্বামী পরিতোষ পালিয়েছে। সে কারণে হত্যা নাকি অন্য কোন কারণে মারা গেলো সেটা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানিয়েছেন, উপশহর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতো শায়া রানী ও তার স্বামী পরিতোষ কুমার সানা। সেখান থেকে রবিবার মুমূর্ষ অবস্থায় মায়া রানীকে হাসপাতালে নিয়ে তার স্বামী। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে মারা গেছে ময়নাতদন্ত হলেই জানা যাবে। এছাড়া তদন্ত করে যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

উপজেলা নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর প্রার্থিতা বাতিল

ঢাকা অফিস: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা...

যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক: যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রনি...

৪২ জেলায় বইছে তাপপ্রবাহ, আরো বিস্তারের শঙ্কা

ঢাকা অফিস: চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলাজেলায় বিস্তার লাভ...

স্বাস্থ্যসেবা সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়...