যশোরে মাদরাসাছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদরাসাছাত্র আব্দুল আলিমকে (১৩) বেদম পিটিয়ে জখমের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলার তেঘরিয়া-দুর্গাপুর আব্দুর রাজ্জাক আদর্শ শিশু সদনে এই ঘটনার পরে একই মাদরাসার শিক্ষক মোসাদ্দেক বিল্লার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পিতা একই এলাকার এড়েন্দা গ্রামের নজরুল ইসলাম।

আসামি শিক্ষক মোসাদ্দেক বিল্লাহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অনুপমপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

যশোরে রিকশা চালকের লাশ উদ্ধার

বাদী মামলায় বলেছেন, তার ছেলে আব্দুল আলিমকে তেঘরিয়া-দুর্গাপুর আব্দুর রাজ্জাক আদর্শ শিশু সদনে হাফেজিসহ ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। শিক্ষকদের নির্যাতন সহ্য করতে না পেরে মাঝেমধ্যে কাউকে না জানিয়ে সে বাড়িতে চলে আসতো। আবার তাকে বুঝিয়ে মাদরাসায় পাঠিয়ে দেয়া হয়। তারপরও শিক্ষকদের নির্যাতনে গত ১৭ ফেব্রুয়ারি মাদরাসা থেকে পালিয়ে সদর উপজেলার রূপদিয়া-সাড়াপোল তার বোনের বাড়িয়ে পালিয়ে চলে যায়। ১৯ ফেব্রুয়ারি আব্দুল আলিমের মা লাভলী বেগম তাকে সাথে নিয়ে মাদরাসায় শিক্ষক মোসাদ্দেক বিল্লাহর কাছে নিয়ে যান। এসময় আব্দুল আলিমের মাকে ওই শিক্ষক চলে যেতে বলেন। চলে যাওয়ার পরে দ্বিতীয়তলার চার নম্বর কক্ষে হাত, পাসহ সারা শরীরে এলোপাতাড়িভাবে মারপিট করে। এসময় জীবনে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করলেও ওই শিক্ষক তাকে ছাড়ে নাই। পাশাপাশি তাকে কোনো চিকিৎসা না দিয়ে আটকে রাখে। ওইদিন বিকেল ৫টার দিকে খেলা করার কথা বলে আব্দুল আলিম পালিয়ে বাড়িতে চলে আসে। সারা শরীরে মারধরের অবস্থা দেখে তার পিতা নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে দেখিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপরে এই ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী থানায় মামলা করেন। কিন্তু পুলিশ এই মামলার আসামি মোসাদ্দেক বিল্লাহকে আটক করতে পারেনি। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই লিটন চন্দ্র দাস বলেছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

উপজেলা নির্বাচন: যশোরে মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন...

বেনাপোলে ২৭ পিস চোরাই মোবাইল ফোনসহ আটক ৪

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২৭ পিস চোরাই...

চৌগাছায় শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শামীম...