বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ১৭

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলার বাটিকামারীর খন্দপাড়া দরগার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাজীব শেখ (৩৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে গণপিটুনিতে যুবক নিহত

অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, মোটরসাইকেলে করে রাজীব তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে রাজীব শেখ মারা যান ও ১৭ জন আহত হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মুকসুদপুর-বাড়ইতলা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। আটকা থাকে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

স্বাআলো/এস

আপনার জন্য প্রস্তাবিত
Related

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জে: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাটি টানা...

মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেলো ২ বন্ধুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে সড়কের পাশে পার্কিং করা...

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি...

সেবাশ্রম থেকে নারী পূজারির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার সদরে আশ্রমের নারী পূজারি হাসিলতা...