spot_img

আবারো টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা ৩০০ পর্যটক

আবারো টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এতে প্রায় ৩০০ পর্যটক দ্বীপটিতে আটকা পড়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এ তথ্য জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনও আদনান চৌধুরী বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগামীকাল বুধবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতেও নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, চলতি মৌসুমে গত ২৭ সেপ্টেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে প্রতিবন্ধকতা যাছাই করতে পরীক্ষণমূলকভাবে ‌‘এমভি বার আউলিয়া’ নামের পর্যটকবাহী একটি জাহাজ চলাচল শুরু হয়েছে। মূলত সাতদিনের জন্য আপাতত জাহাজটি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত সাতদিনে জাহাজটি চলাচলে কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়নি। তাই চলতি মৌসুমে বৈরী আবহাওয়া পরিস্থিতি না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচলে কোন বাধা নেই। এ কারণে পরীক্ষণমূলক চলাচলের অনুমতি পাওয়া ‘এমভি বার আউলিয়া’ ওই নৌপথে নিয়মিত চলাচল করবে।

তবে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতরের ছাড়পত্রের সাপেক্ষে চলতি মৌসুমে ওই জাহাজটিসহ অন্য জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানান আদনান চৌধুরী।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

টেকনাফে ট্রলারডুবি, ভেসে এলো ২ জনের মরদেহ

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে...

সেন্ট মার্টিনে ট্রলারডুবি, উদ্ধারে গিয়ে ডুবেছে স্পিডবোটও

জেলা প্রতিনিধি,কক্সবাজার: জেলার টেকনাফ শাহপরীর দ্বীপ ঘোলার চর থেকে...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফের খারাংখালী স্টেশনে ডিস লাইন...

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফ নাফ নদী সীমান্ত দিয়ে...