সাতক্ষীরায় টাকা ও প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার শ্যামনগর থেকে একটি কথিত সীমানা পিলার, নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে বাড়ির মালিক আব্দুল মুজিদ পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী গ্রামের আল আমিন, মাদারীপুর জেলার শ্রীনাখাদী গ্রামের মনিরুজ্জামান মনির, একই জেলার লুন্দীপাড়া গ্রামের অহিদুর রহমান খোকন, নয়াকান্দি গ্রামের আব্দুর রহিম মাতুব্বর, সুনামগঞ্জ জেলার লালপুর ভাটিয়াপাড়া গ্রামের মুজিবুর সরকার।

শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক

পুলিশ জানায়, উক্ত প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমানা পিলার ক্রয়-বিক্রির নামে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলো। একপর্যায়ে তারা শ্যামনগরেও প্রতারণা শুরু করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি কথিত সীমানা পিলার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে নগদ তিন লাখ ২৮ হাজার টাকা, একটি কথিত সীমানা পিলার ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ তাদের মোবাইলগুলো জব্দ করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পাঁচ প্রতারক চক্রসহসহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকী দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে...

বাগেরহাটে ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে চাউলের পোকামারা...

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ বাহিনীর যোগদান

আজাদুল হক, বাগেরহাট: তীব্র দাবদাহের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের...

বাগেরহাটে জাল টাকার নোট ও খেলনা পিস্তলসহ দুইজন আটক

আজাদুল হক, বাগেরহাট: জেলা সদরে এবার জনতার সহায়তায় জাল...