পাপনের কাছে যে আবদার সাকিবের

স্পোর্টস ডেস্ক: চলতি ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির হয়ে গত শুক্রবার (৩ মে) সেঞ্চুরির দেখাও পেয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার। ডিপিএল ইতিহাসে এটিই সাকিবের প্রথম সেঞ্চুরি।

সবমিলিয়ে প্রায় পাঁচ বছর পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন সাবেক এই টাইগার দলপতি। এবার স্বস্তির এই সেঞ্চুরির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদারও রেখেছেন সাকিব।

শনিবার (৪ মে) সতীর্থ রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন সাকিব। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, সেঞ্চুরির জন্য বিসিবি সভাপতি তাকে (সাকিব) অভিনন্দন জানিয়েছেন কি না জবাবে সাকিবের মন্তব্য, পাপন (ভাই) আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন (ভাই), এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।

এদিকে একইদিনে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি বস। এ সময়ে সাকিবের বিষয়ে পাপনের মন্তব্য, সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানান সাকিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ নিয়ে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে)।

সাকিব যোগ করেন, কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একইসঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচের জন্য...

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে আসন্ন...

ঝড়ে বিধ্বস্ত স্টেডিয়াম, বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়লেও...

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ঢাকা অফিস:স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক...