ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই সুজন চন্দ্র মজুমদার দুর্ঘটনার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আ. হাকিম আল কাদরী জানান, দুর্ঘটনার স্থানে একটি বাস থেকে যাত্রী উঠানামা করাচ্ছিলো, এমন সময় পেছন থেকে সিলেটগামী ট্রাকটি দ্রুতগতিতে ডানে মোড় নিলে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছরে যায় এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করে।

এস আই সুজন চন্দ্র মজুমদার জানান, দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের চালক বরিশালের বাকেরগঞ্জ এলাকার হারুন বেপারী। এছাড়া নিহত প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী, ১০ বছরের একটি শিশুপুত্র ও স্বামীর ভাই। এরা একই পরিবারের চার জন। ঢাকা সাভার এলাকায় ভাড়া বাসায় থেকে গার্মেন্টে চাকরি করতো। সিলেট হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে ফেরার পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় নিহত হয় তারা।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও সহকারী পালিয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ৩, আহত অর্ধশত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল...

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে হারুন আহমেদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় সাতজনের...

ট্রাক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার বাহুবলে মাছবোঝাই পিকআপ ও সিমেন্টবোঝাই...

প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার...