৬ উপসচিবের দফতর বদল

প্রশাসনে উপসচিব পদমর্যাদার ছয় কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক ছয়টি প্রজ্ঞাপনে একটিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেলারেল অফিসে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত প্রথম সচিব (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পৃথক দুটি প্রজ্ঞাপনে বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুর হককে বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত আলীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মনির হোসেন চৌধুরীকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রেজেক্ট (লাইন-৫): নর্দান রুটের উপপ্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অপর দুটি পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার এ কে এম সরোয়ার জাহানকে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীর (নেকটার) পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব এস এম মুনীর উদ্দিনকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হয়েছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যুদ্ধকে ‘না’ বলার আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস: থাইল্যান্ড সফরে সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার...

দুপুরে দেশে আসছে নিহত ৮ বাংলাদেশির লাশ

ঢাকা অফিস: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া...

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২ মে)...

কাল সারাদেশের স্কুল-কলেজ বন্ধ

ঢাকা অফিস: হাইকোর্টের নির্দেশনা মেনে আগামীকাল বৃহস্পতিবার (২ মে)...