মাগুরায় বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে ৮ ছাত্রী হাসপাতালে

মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি ছাদের নিচের কংক্রিটের ভীমের নিচে থাকা ইটের দেয়ালের অংশ ভেঙ্গে আট শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা ও শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের দুটি কক্ষকে একত্রিত করে একটি হল রুম বানানোর প্রয়োজনে কংক্রিটের ওই ভিমের নিচের পার্টিশন হিসাবে দেয়া ইটের গাথুনির একটি দেয়াল ভেঙ্গে উপরের দিকের তিন ফিট অংশ না ভেঙে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিলো। সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলাকালে আকস্কিকভাবে বাঁশ সরে গেলে ঝুলন্ত কংক্রিটের ভীমের কিছু অংশ ভেঙে পড়ে।

এ সময় আট শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ডান হাতের হাড় ভেঙে আহত রিয়া (১৩) নামে এক ছাত্রী ও দুই হাতের আঙ্গুল ভেঙ্গে আহত অপর ছাত্রী নুপুর খাতুনকে (১৪) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীপুর উপজেলা সদরের ডিজিটাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কায়কোবাদ হোসেন ও আহত ছাত্রী নুপুরসহ অন্যরা বলেন, প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় শনিবার ৪০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিলো। দুপুর ১টার দিকে হঠাৎ বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা ভিমের নিচের পার্টিশন দেয়ালের কিছু অংশ ভেঙে বেশ কয়েকটি জমাটবদ্ধ বড় বড় ইটের টুকরো পড়ে যায়। এতে আটজন ছাত্রী আহত হয়েছে। ঘটনার সময় অন্য কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।

এ সময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, ভীমের নিচের পার্টিশন ওয়ালের পুরোটা না ভেঙে খানিকটা ঝুলন্ত ওয়াল বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখে দেয়া হয়েছিলো। যা একেবারেই অপরিকল্পিত কাজ। এ কারণে এ দুর্ঘনা ঘটেছে।

আহত এক ছাত্রীর বাবা নাসিরুল ইসলাম বলেন, দেয়াল পুরোটা না ভেঙে শুধু মাত্র বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখাটা কোনোভাবেই ঠিক হয়নি। এমন ঝুকিপুর্ণ কক্ষে পরীক্ষা কেনো নেয়া হলো এমন প্রশ্ন রেখে তিনি বলেন, প্রাণহানি ঘটলে তো আমাদেরই বড় ক্ষতি হতো। এটি অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত।

এ বিষয়ে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীপুর বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব উত্তম কুমার অধিকারী বলেন, আমি এখন রাজনৈতিক কাজে বাইরে আছি। ঘটনার বিষয়ে শুনেছি। বিদ্যালয়ে যাচ্ছি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল বলেন, আমি জেলা প্রশাসনের কার্যালয়ে জরুরি সভায় ছিলাম। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছি পরিদর্শন শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

৪০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

ঢাকা অফিস: কয়েক ডিগ্রি কমে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে...

কাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

ঢাকা অফিস: দেশের সব মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও...

চার জেলায় সড়কে ঝরলো ১১ প্রাণ

দেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক...

ফের বাংলাদেশে ঢুকলো ৪০ বিজিপি সদস্য

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) ৪০ মিয়ানমার নাগরিক ফের বাংলাদেশে...