চুরি করার ১০ বছর পর চিরকুটসহ টাকা ফেরত

ফরিদপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চুরি করার ১০ বছর পর চিরকুটসহ টাকা ফেরত দিয়ে গেছে চোর। চিরকুটে তাকে ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

বুধবার (১ নভেম্বর) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বাঙ্গাবাড়িয়া বাজারের পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মৌলিক। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার দোকান খুলতে গিয়ে দোকানের সামনে একটি চিরকুট ও একটি খাম দেখতে পান। খামের মধ্যে তিন হাজার টাকা ও একটি চিরকুট লেখা দেখতে পান।

চিরকুটে লেখা, আমি ১০ বছর আগে আপনার দোকান থেকে তিন হাজার টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ আমার সঠিক মনে নেই। শয়তানের প্ররোচনায় বা অভাবের কারণে হোক চুরি করেছিলাম। আমি এখন ভুল স্বীকার করছি। যেহেতু আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি অবশ্যই জানেন যে আল্লাহ তাকে ক্ষমা করেন যে অন্যকে ক্ষমা করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে তিন হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, দোকান খুলে শাটারের পাশেই দেখি একটা খাম পড়ে আছে। পরে উঠিয়ে দেখি খামের মধ্যে চিঠির মতো। চিঠিটা খুলে দেখি একটি চিরকুট এবং তিন হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি সে যেনো সুখে থাকে। আমি তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেনো তাকে মাফ করে দেন।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। আসলে তিনি চোর হলেও তার শুভবুদ্ধির উদয় হয়েছে। বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সড়কে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৪ জনের

জেলা প্রতিনিধি, ফরিদপুর: জেলার ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন...

ফরিদপুরে কাফনের কাপড় পড়ে ট্রেন অবরোধ

জেলা প্রতিনিধি, ফরিদপুর: রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা...

চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে...

নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর: জেলার চরভদ্রাসন উপজেলায় লিমা আক্তার (২২)...