চৌগাছায় ফ্রিজিয়ান গাভীর জমজ বাছুর প্রসব, দেখতে উৎসুক জনতার ভিড়

যশোরের চৌগাছায় এক স্কুলশিক্ষকের একটি ফ্রিজিয়ান প্রজাতির গাভী জমজ বাছুর প্রসব করেছে। বিষয়টিতে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

বহিলাপোতা গ্রামের বাসিন্দা এবং উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দিলীপ ঘোষ জানান, তিন বছর ধরে তিনি গাভীটি নিজের বাড়িতে পুষছেন। পরিচর্যার মাধ্যমে এর আগের দুই বছরে গাভীটি দুইটি বাছুরের জন্ম দেয়। সেই ধারাবাহিকতায় এবারো গাভীটি গর্ভধারণের উপযোগি হলে তিনি ফ্রিজিয়ান জাতের বীজ দেয়ার ব্যবস্থা করেন। শনিবার সকালে গাভীটির প্রসব বেদনা হলে স্থানীয় পশু চিকিৎসক সাগর হোসেনের সহযোগিতায় সকাল ৬টার দিকে গাভীটি একটি বাছুর প্রসব করে। এরপর চিকিৎসক চলে গেলে সকাল ৭টার দিকে গাভীটির আবারো প্রসব বেদনা বোধ করে এবং আরেকটি বাছুরের দুটি পা বের হয়ে যায়। পরে গ্রামের লোকজনের সহায়তায় আরেকটি বাছুরের প্রসব করানো হয়।

শিক্ষক দিলীপ ঘোষ আরো জানান, দুইটি বাছুরই সাদা-কালো রংয়ের হয়েছে। এদের মধ্যে একটি পুরুষ ও একটি মেয়ে বাছুর হয়েছে। বর্তমানে বাছুর দুইটি ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি এক সঙ্গে দুইটি বাছুর প্রসব করায় তিনি খুব খুশি।

এদিকে একটি গাভী একসাথে দুইটি বাছুর প্রসব করার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ দলে দলে বাছুর দুইটি দেখতে শিক্ষক দিলীপের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে গ্রাম্য পশু চিকিৎসক সাগর হোসেন বলেন, স্বাভাবিকভাবে একটি গাভী একবারে একটি করে বাছুর জন্ম দেয়। তবে এই গাভীটির ২টি ডিম্বাণুর সৃষ্টি হওয়ায় ২টি বাছুর জন্ম নিয়েছে। এ ধরনের ঘটনা ঘটতেই পারে।

স্থানীয় স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর চীফ জুডিসিয়াল আদালতে টাউট উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় টাউট...

যশোরে রমজান ও চয়ন হত্যার ৫ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলায় চিহ্নিত তিন...

যশোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় এক নবজাতক কন্যার...

যশোর রিকশা-ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে দোয়াত কলমের প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের...