ঝিনাইদহে সড়কের পাশে পড়েছিলো জীবিত নবজাতক

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার তালশার সড়কের বটগাছের সামনে নবজাতকটিকে পাওয়া যায়। নবজাতকটি উদ্ধার করেন সোনিয়া খাতুন নামের এক গৃহবধূ।

সোনিয়া উপজেলার কুশনা বাজার পাড়ার রোকন মন্ডলের মেয়ে ও বলুহর রামচন্দ্রপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হামিদের স্ত্রী।

সোনিয়া জানান, ভোর ৬টার দিকে বাবার বাড়ি কুশনা-তালশার সড়কে হাটতে যায়। এ সময় সড়কের পাশেই একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, অপকর্মের ফসল নিষ্পাপ নবজাতক শিশুটিকে কেউ হয়তো নির্জন জায়গা পেয়ে ফেলে গেছে। সময়মতো শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে হয়তো কোনো বন্যপ্রাণীর খাবারে পরিণত হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তারুনি পাশা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সোনিয়া নামে এক গৃহবধূ একদিন বয়সের ওই নবজাতককে নিয়ে আসেন। প্রাথমিকভাবে কোনো সমস্যা না থাকায় তাকে পাঠিয়ে দেয়া হয়। পরে জানতে পারি নবজাতকটি সড়কের পাশে পড়েছিলো।

নবজাতক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

তিনি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্বাবধানে নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। ইতোমধ্যে একটি কমিটি করে দেয়া হয়েছে। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেয়া হয়েছে। যদি বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়, তাহলে বাবা-মায়ের কাছেই ফিরিয়ে দেয়া হবে। না, হলে কেউ যদি দত্তক নিতে চাই, তাহলে নিয়মানুযায়ী নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই

ঢাকা অফিস: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের...

কর্মবিরতিতে অচল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ঝিনাইদহ...

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ৩ কৃষককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি,ঝিনাইদহ: জেলার সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদি গ্রামে...

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন...