আব্বাস-সোনিয়ার বিবাহ সম্পন্ন, বৌ-ভাতের আয়োজন করবে এলাকাবাসী

বাগেরহাটের রামপাল উপজেলার জন্ম থেকে খর্বাকার বর্তমান ৩ ফুট ২ ইঞ্চি আকৃতির ডিগ্রী পড়ুয়া আব্বাস আলী শেখের (২৫) বিবাহ সম্পন্ন হয়েছে।

এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে আব্বাসের বিবাহ সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানায়, আব্বাস আলী খর্বাকৃতির হওয়ায় এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে সকলেই ভালবাসে। হতদরিদ্র ভ্যানচালক মোক্তার শেখের ছেলে আব্বাস আলী শেখ উচ্চতায় মাত্র ৩ ফুট ২ ইঞ্চি। তার বাড়ি রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের স্বর্ণার মাঠ এলাকায়। তিনি বর্তমানে রামপাল সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। শারীরিক গঠনে খর্বাকৃতির হলেও লেখাপড়ায় বাঁধা হয়নি তার। স্থানীয় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে আব্বাস এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। এরপর রামপাল সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইসএসসি পাস করেন। একই কলেজে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হন। দরিদ্রভ্যান চালক পিতা মোক্তার শেখ সামান্য একখণ্ড জমিতে বসবাস করেন। ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তার পরিবারসহ সকলেই আশা করতেন আব্বাসকে তার মতো একজন পাত্রীর সাথে বিয়ে দিবেন। আব্বাসও বিয়ে করতে আগ্রহী হন। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়। কথা শুরু হয় দুই পরিবারের সাথে। অবশেষে তাদের রেজিষ্ট্রি কাবিনে বিবাহ হয়। এদিকে আব্বাসের বিবাহ উপলক্ষে এলাকাবাসীর সহযোগিতায় তাদের বাড়িতে সপ্তাহব্যাপী বাদ্যবাজনা বাজিয়ে অনুষ্ঠান করা হয়। এবং শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে খুলনায় কনের বাড়িতে গিয়ে যথানিয়মে বৌ সোনিয়াকে নিয়ে আসা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন আব্বাসের বিবাহ অনুষ্ঠানে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমসহ রামপাল প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত হন।

এখন গ্রামবাসী আব্বাস ও সোনিয়ার বিবাহত্তোর বৌ-ভাতের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন নবদম্পতি আব্বাস-সোনিয়ার জন্য সকলের দোয়া চেয়েছেন তার পরিবার।

পাশাপাশি আব্বাসের একটি সরকারি চাকরির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এলাকার সংসদ সদস্য (এমপি) বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মেধাবী আব্বাস সরকারি চাকরি পেলে সেখানেও মেধার স্বাক্ষর রাখতে পারবে বলে এলাকবাসী মন্তব্য করেছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আজাদুল হক, বাগেরহাট: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর...

বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায়...

বাগেরহাটে গভীর রাতে যুবকের আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার চাড়াখালী এলাকায় রহমান...

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জের পল্লীতে প্রকাশ্য জনসম্মুখে কৃষক...