spot_img

সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ!

ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার (১৬ অক্টোবর) পুনের টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে দুঃসংবাদ দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ম্যাচে চোটে পড়া সাকিবকে ছাড়াই হয়তো ভারতের বিপক্ষে খেলতে নামতে হতে পারে টিম বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন সাকিব। এরপর তাকে নেয়া হয় হাসপাতালে। পরে জানা যায়, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সর্বশেষ তথ্য জানান সুজন। তিনি বলেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরো একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়ত এটা দেখবে। সাকিব যেহেতু চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিংও করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।

সুজন আরো বলেন, টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলবো।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো না...

আজ এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের ফাইনালের ওঠার লক্ষ্যে প্রথম...

এশিয়া কাপের সেমিফাইনাল কবে, কখন

স্পোর্টস ডেস্ক: সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো...

সাকিবকে বাদেই খেললো নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বিবর্ণ পারফরম্যান্সের কারণে এবার মেজর লিগ ক্রিকেট...