কৃষি প্রণোদনা উৎপাদন বাড়াবে

সম্পাদকীয়: যশোরের বাঘারপাড়া উপজেলায় আসন্ন আউস মৌসুমে চাষাবাদের জন্য বিনামূল্যে এক হাজার ৪০০ কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।

দেশে আসন্ন আউস মৌসুমে ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে বরাবরের মতো এবারো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আর এ উদ্দেশ্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব । কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সব সময় কৃষকদের পাশে থেকে সহায়তা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি প্রধান বাংলাদেশে যদি কৃষি উৎপাদন বাড়ানো যায় তাহলে কোনো সংকট আমাদের কাবু করতে পারবে না।

কৃষি যে দেশের চালিকা শক্তি সেই দেশে কৃষক অবহেলিত থাকতে পারে না। বর্তমান সরকার বিষয়টি যথার্থই অনুধাবন করেছে। দেশের সব খাতই সরকারি সাহায্য পায়। এর আগে কোনো সরকারকে কৃষিতে কোনো সাহায্য সহযোগিতা করতে দেখা যেতো না। ফসল ভালো হোক মন্দ হোক তার সবটুকু কৃতিত্ব ও ব্যর্থতা ছিলো কৃষকের। কৃষক জাতির মেরুদণ্ড শুধু কাগজে-কলমে দেখা যেতো। এর কোনো প্রকৃত মূল্যায়ন ছিলো না।

বর্তমান কৃষক বান্ধব সরকার উৎপাদনকারীদের কৃষকদের মূল্যায়ন করছে। আর এ কারণেই তাদেরকে কৃষিতে প্রণোদনা দেয়া হচ্ছে। সরকারের এ কর্মসূচিতে কৃষকরা উৎসাহিত হচ্ছে। এই কৃষি প্রণোদনা কৃষি উৎপাদন বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগের বছরগুলোর মতো এবারো প্রণোদনা দেয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকদেরকে বিনা মূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ এবং ইউরিয়া, ডিএপি ও এমওপি সার, আগাছা দমন এবং সেচ সহায়তা দেয়া হচ্ছে। সার্বিকভাবে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে অতীতের আলোকে আশা প্রকাশ করা হচ্ছে।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

হিট স্ট্রোকে আশংকাজনক হারে মৃত্যু বাড়ছে

সম্পাদকীয়: হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরের একজন শিক্ষকসহ দেশে...

নিয়ম মেনে আর কবে ভাটা হবে?

সম্পদকীয়: ভাটার ধোঁয়ায় একদিকে ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ...

গ্রামের চিকিৎসা সংকট দূর করতে হবে

সম্পদকীয়: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মানুষের জীবনের...

সেতু নির্মাণের অনিয়ম বন্ধ করতে হবে

সম্পদকীয়: যশোরে ভৈরব নদের ওপর যে পাঁচটি সেতু নির্মাণ...