সব রাজনৈতিক দল সংসদ নির্বাচনে আসবে, আশা ইসি আনিছুরের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই ভোটার আসুক। ভোটাররা উপস্থিত হলে সেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। আমার কাজ হচ্ছে ভোটার নিয়ে। আমার যা দায়িত্ব-কর্তব্য এর বাইরে আমি কিছু করতে পারবো না।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনার আহবান করা হলে অধিকাংশ দল সাড়া দিয়েছে। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দলগুলোরও কিছু দায়বদ্ধতা আছে।

আনিছুর রহমান আরো বলেন, ইসির বিধিতে লেখা আছে নির্বাচনে অংশ না নিলে কী হবে। আর তা তারা ভালো করে জানেন। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে তিনজনের মৃত্যু

ঢাকা অফিস: চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের...

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: পুরো এপ্রিলজুড়ে ছিলো তাপপ্রবাহ।‌ টানা তাপপ্রবাহের মধ্যে...

ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় ছেলের কবরে বেড়া দেয়ার...

কাল থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত

ঢাকা অফিস: আগামীকাল শনিবার (৪ মে) থেকে রেলের ভাড়া...