‘আলোচনা হবে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসী দলের সঙ্গে নয়’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সবাই অবাধ ও সুষ্ঠু দেখতে চাই এবং রাজনৈতিক দলের মধ্যে একটি শর্তহীন আলোচনা ও সংলাপের জন্য অনুরোধ করে মার্কিন পররাষ্ট্র দফতরের চিঠি দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরাতো অনেক আগেই বলেছিলাম যেকোনো দলের সাথে শর্তহীন আলোচনায় বসতে আমাদের দোয়ার খোলা আছে। তখন বিদেশি শক্তিতে বিএনপি বলেছিলো কিসের শর্তহীন আলোচনা আগে পদত্যাগ করেন তারপরে আলাপ আলোচনায় যাবে। গত ২৮ অক্টোবর একটা ধাক্কা খাওয়ার পরে এখন বিএনপি তাদের প্রভুর মাধ্যমে শর্তহীন আলোচনা বসতে চাচ্ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী খুব পরিস্কারভাবে বলে দিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা গাড়িতে বাসে ট্রাকে আগুন দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা বিএনপির সন্ত্রাসী কর্মসূচি। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে বেড়াচ্ছে তাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো প্রশ্নই ওঠেনা।

তিনি বলেন, আলোচনা রাজনৈতিক দলের সাথে হতে পারে আলোচনা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে হতে পারে না। বিএনপি যদি আলোচনায় বসতে চাই তাহলে আগে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, বিভিন্ন জায়গায় হামলা ও আগুন দেয়ার ঘটনার দায় স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান তারপরে আলোচনার জন্য আহবান জানান, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিবেচনা করবে আলোচনায় বসা যায় কি না।

তিনি আরো বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করবেন, গাড়িতে আগুন দিবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে চুপচাপ বসে থাকবেন আর বিদেশি প্রভু বললো আলোচনায় বসতে আর তেমনি সরকার আলোচনায় বসে যাবে এতটা সহজ সমীকরণ ভাবার কোনো কারণ নেই।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এইহ এম আব্দুর রকিব, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান, পরিচালক ডাক্তার মারুফ হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বিভিন্ন অবকাঠামোর সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন ঘোষণা করেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ভুয়া ভোটার বিএনপির সৃষ্টি: কাদের

ঢাকা অফিস: প্রহসনের নির্বাচন, ভুয়া ভোটার এসব বিএনপির সৃষ্টি...

বিএনপি-জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই আ.লীগ: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই...

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের

ঢাকা অফিস: স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি...