একাদশে দুই পরিবর্তন, ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ভেন্যুতে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ মার্চ) বসুন্ধরার কিংস অ্যারেনায় স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। সেদিন কুয়েতে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জামাল-তপুরা।

এদিকে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

প্রথম লেগে লাল-সবুজের রক্ষণভাগ নিয়ে বেশ আলোচনা–সমালোচনা হয়েছিলো। তাই ফিরতি লেগে রক্ষণে এক পরিবর্তন এসেছে। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে সেরা একাদশে রেখেছেন ক্যাবরেরা।

অন্যদিকে এই ম্যাচে শাকিল ফেরায় নিজের ফুলব্যাক পজিশনে ফিরছেন বিশ্বনাথ। এ ছাড়া অপরিবর্তিত থাকছে ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন।

ঘুরে দাঁড়ানোর মিশনে মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার রিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে সেরা একাদশে রাখা হয়েছে। অন্যদিকে আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার সামলাবেন হৃদয়। তার সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

গেল ম্যাচে পাঁচ গোল হজম করলেও মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন লাল-সবুজের কোচ। তাই আজও জিকোকে সাইডবেঞ্চে থাকতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

স্বাআলো/এস

আপনার জন্য প্রস্তাবিত
Related

‘সর্বকালের সেরা ফুটবলার মেসি’

স্পোর্টস ডেস্ক: খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে কিছুটা মিল...

মোস্তাফিজকে ‘বাংলা লায়ন’ বলে আখ্যায়িত করল চেন্নাই

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে শুরুটা ভালো হলেও...

মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের ১৮ ডিসেম্বর, কাতারের দোহায় ইতিহাস...

সমালোচনায় বিরক্ত সাকিব

স্পোর্টস ডেস্ক: দেশের খেলা বড় নাকি ঘরোয়া ক্রিকেটে খেলাটা...