ঝিকরগাছায় নোটিশ ছাড়াই দুই ব্যাংকে ছুটি, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই যশোরের ঝিকরগাছায় সরকারি দুইটি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক দুইটির গ্রাহকরা সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

ব্যাংক দুইটি হলো, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে সকল কর্মকর্তা প্রশিক্ষণে আছেন। এজন্য ব্যাংক দুইদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এদিকে শুক্র ও শনিবার দুইদিন সরকারি ছুটির পরে রবি ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা চারদিন লেনদেন করতে পারছে না।

রবিবার ব্যাংক দুইটিতে দেখা যেয়ে দেখা যায় ব্যাংকের মেইন গেট বন্ধ রয়েছে। তবে একটা নোটিশ টাঙানো হয়েছে।

শার্শায় ট্রাক্টরচাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী ০৫/০৫/২০২৪ ও ০৬/০৫/২০২৪ ইং তারিখ রবিবার ও সোমবার অত্র শাখা বন্ধ থাকবে। সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো হয়েছে।

৮০ বছর বয়সী মণিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এসেছিলেন টাকা উঠাতে। তিনি বলেন, আমার ধান ক্ষেতে শ্রমিকরা কাজ করছে। তাদের টাকা দেয়ার জন্য ব্যাংকে এসেছি। এতোদূর থেকে এসে দেখি ব্যাংক দুইদিনের জন্য বন্ধ।

প্রায় ৪০ কিলোমটার দূরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে এসেছেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ব্যাংক আমাদের সাথে অন্যায় করেছে। এতোদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কি করবো বুঝতে পারছি না।

যশোর ও খুলনা ছাড়া বাকি সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে

ঝিকরগাছা হাসপাতাল রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে দুইদিনের জন্য ব্যাংক বন্ধ, ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি।

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, কারো কোসো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিং এ গেছে তাই দুইদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।

কৃষ্ণনগর গ্রামের বুলু মণ্ডল বলেন, দেনা দেয়ার জন্য ব্যাংকে ৩৮ হাজার টাকার চেক নিয়ে এসেছি। এসে দেখি গেটে তালা মারা, ভেতর থেকে বলেছে দুইদিন ব্যাংক বন্ধ।

অগ্রণী ব্যাংকের আরেক নারী গ্রাহক বলেন, রোদ গরমের মধ্যে ব্যাংকে এসেছিলাম টাকা জমা দিতে। এখন দেখছি ব্যাংক বন্ধ।

যশোরে স্বামী-স্ত্রীকে বেধে ডাকাতি, চক্রের ৪ সদস্য আটক

ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মহসিন আলী বলেন, নির্বাচনের প্রশিক্ষণে ব্যাংকের সকল অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিলো। পরে বেলা সাড়ে ১২টার দিকে ইউএনও সাহেবের সাথে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের ডিউটির কারণে দুইদিন ব্যাংক বন্ধের নোটিশ দেয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকাল ৪টা থেকে এক ঘন্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছিল ব্যাংকে দুইজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবে। সেই হিসেবে দুইজনকে ৯ ও ১০ মে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুইটি কেনো দুইদিন বন্ধ ঘোষণা করলো সেটা আমি বলতে পারবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংকে অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিলো না, ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চৌগাছায় শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শামীম...

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নায়েব আলী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়...

যশোরের কাশিমপুর ও লেবুতলায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার কাশিমপুর ও লেবুতলা ইউনিয়নে...

যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপার জোকা গ্রামে পুলিশ...