কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তিথীতে তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন ১৪৩১ আয়োজনে ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা,গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১০টায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডাঃ রাধাস্বামী।

সিনক অনুষ্ঠানে কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদরের সভাপতিত্বে ভাগবত আলোচনা রাখেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, ঝালকাঠি নলছিটি উপজেলার চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে আরো ভাগবত আলোচনা রাখেন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন, আরো আলোচনা রাখেন ভক্ত প্রভাষক সঞ্জয় মন্ডল, ভক্ত শ্যামল চন্দ্র মালো, ভক্ত সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক ও সাংবাদিক রতন কুমার দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুর, সভাপতি ডাঃ শ্রী পরিতোষ রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নানে আসেন। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সময় সৈকতে দেখা যায় অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করছেন, আবার কেউ প্রার্থনাসহ ধর্মীয় রীতি-নীতি মগ্ন হয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালীতে মাদরাসার অধ্যক্ষের হামলায় সহকারী অধ্যাপক আহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা সদর উপজেলাধীন পূর্ব বাদুড়াা আলিম...

পটুয়াখালী জলবায়ু পরিবর্তন প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন...

পটুয়াখালীতে কৃষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবিতে...

পটুয়াখালী ৫নং ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন...