উপজেলা পরিষদ নির্বাচন: বাগেরহাটে সম্ভাব্য প্রার্থীকে মারধর

আজাদুল হক, বাগেরহাট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার ঘোষণা ও একাধিক প্রার্থীর অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠানের আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা বাগেরহাটে ভুলুন্ঠিত।

অনলাইনে মনোনয়ন পত্র দাখিল বিষয়ে বাগেরহাটের মোল্লাহাটে নির্বাচন কমিশন আয়োজিত কর্মশালায় অংশগ্রহনকারী একজন সম্ভাব্য প্রার্থীকে প্রশাসনের সামনেই মারধর করেছে সন্ত্রাসীরা।

শেখ নাসির উদ্দিন (৫৫) নামের ওই প্রার্থীকে অবশেষে পুলিশ প্রহরায় বাড়িতে পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আর এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে।

ঘটনা বিষয়ে প্রত্যক্ষদর্শীরা ও হামলার শিকার শেখ নাসির উদ্দিন জানান, সোমবার মোল্লাহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজিন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল বিষয়ে এক কর্মশালায় নাসির উদ্দিন সম্ভাব্য প্রার্থী হিসাবে অংশগ্রহন করেন।

বেলা আড়াইটার দিকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও তার লোকেরা নাসিরকে বলেন এবারো উপজেলা পরিষদ নির্বাচনে এমপি সাহেব শাহীনুল আলম ছানাকে নির্বাচন করার জন্য বলেছে। তাই এখানে আর কোনো প্রার্থী অংশ নিতে পারবে না। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে উপজেলা পরিষদ চত্ত্বরেই নাসির উদ্দিনকে মারধর করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিনকে উদ্ধার করে তার কক্ষে নিয়ে হেফাজত করে। পরবর্তীতে পুলিশ প্রহরায় সহকারী কমিশনারের গাড়িতে করে নাসির উদ্দিনকে বাড়িতে পৌছে দেয় বলে জানান সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন।

নাসির উদ্দিন আক্ষেপ করে বলেন, আমিসহ আমার পরিবার গোড়া থেকে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করা হবে বলে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় আমি প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তুু বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রুপ আমাকে প্রশাসনের সামনেই মারধর করলো। এখন এ বিচার আমি কোথায় চাইবো?

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, সম্ভাব্য প্রার্থী শেখ নাসির উদ্দিনকে মারধর করাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নিরাপদে নেন। পরে দুই পুলিশ সদস্যের প্রহরায় তাকে নিরাপদে বাড়িতে পৌছে দেয়া হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষে নেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর উপর হামলার বিষয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা মুঠোফোনে যোগা যোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যানকে জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের...

মাগুরায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

মাগুরা থেকে দুইটি পাইপগানসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহের...

নড়াইলে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতাল...

যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক: যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রনি...