বিএনপি কার্যালয়ের সেই বাইডেনের উপদেষ্টাকে কারাগারে প্রেরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া সেই জাহিদুল ইসলাম আরেফীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।।

মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গের অপরাধে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই আদেশ দেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুজানুর ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, মিয়ান আরফি মার্কিন সরকারের কেউ না।

জানা গেছে, মিয়ান আরফির পুরো নাম জাহিদুল ইসলাম আরফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন।

স্বাআলো/এসএ

আপনার জন্য প্রস্তাবিত
Related

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ...

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

ঢাকা অফিস: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বার সভাপতির শপথ...

পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বিনোদন ডেস্ক: নায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের...

চুয়াডাঙ্গায় জোড়া খুনের মামলায় ৩ জনের ফাঁসি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলায় দম্পতি হত্যা মামলায়...