তিস্তার পানিতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার

সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের এক ভারতীয় যুবকের মরদেহ নীলফামারীর ডিমলায় ভেসে এসেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগা খড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার দিকে কিছামত চরে অজ্ঞাত অনুমানিক ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে সংবাদ দেয় স্থানীয়রা। পরবর্তীতে বিজিবি ডিমলা থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

লাইছুর রহমান আরো বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের হতে পারে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

দুই মেয়ে ও মাকে খুন, হাসপাতালে বাবা

জেলা প্রতিনিধি, নীলফামারী: জেলাতে স্ত্রী-দুই কন্যাসহ একই পরিবারের তিনজনকে...

আবারো বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু, নেয়া হবে না আইনি পদক্ষেপ

পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; কিছুই ছিলো না...