ভাইয়ের হাতে ভাই খুন

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই রেজাউল আকনের (৪০) ছুরিকাঘাতে বড় ভাই রুহুল আকন (৫৫) নিহত হয়েছে। এ সংঘর্ষে রুবেল হোসেন (৩০) নামেও একজন আহত হয়।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন আকনের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, দাসপাড়া গ্রামের মৃত হাফেজ আকনের দুই ছেলে নিহত রুহুল পেশায় সার্ভেয়ার এবং রেজাউল আকন পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ঘটনা নিয়ে দুপুর ৩টার দিকে প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই ভাই ছুরি, রামদা এবং লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তাদের ভাগনে রুবেল হোসেন তাদের নিবৃত করতে গেলে সে আহত হয়। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

রেজাউল আকন এবং রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎস্যক ডা. দিবা দেবনাথ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে একজন মারা গেছেন ও আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালী ৫নং ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন...

পটুয়াখালীতে রিয়াজ মৃধার বাবার জানাজা ও দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জেলা...

ক্রয়কৃত সম্পত্তিতে প্রভাবশালীদের বাঁধা, দ্বারে দ্বারে ঘুরছে জমির মালিক

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ জেলার গলাচিপায় প্রভাবশালীদের বিরুদ্ধে...

পটুয়াখালীতে সূর্যমুখী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে...