spot_img

‘মিথ্যামুক্ত সমাজ গড়ি শুদ্ধাচার অনুশীলন করি’

‘মিথ্যামুক্ত সমাজ গড়ি শুদ্ধাচার অনুশীলন করি’ এই ভাবনায় যশোরের ঝিকরগাছায় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের হলরুমে সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের আয়োজনে অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সমাপনীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।

তিনি বলেন, শুদ্ধাচার চর্চা মানবজীবন, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাচ্চাদের শিশু বয়সেই শুদ্ধাচার চর্চা করলে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সহজ হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সকলের বাবা-মা রাজা-বাদশা হয় না, প্রতিদিন যাদের একই জামা পরে, ছেঁড়া জুতো পায়ে স্কুলে যেতে হয়, তাদেরকে অবহেলা, অবজ্ঞা করা যাবে না। সকলকে সত্য বুঝার ও সত্যের সাথে চলার তাগিদ দেন তিনি।

অর্পণ-দর্পণ স্মৃতি আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সাবেক পরিচালক ডক্টর সাইফ আতিউর রহমান।

প্রধান আলোচক ছিলেন সাবেক যুগ্ম সচিব ড. আফরোজা পারভীন। বিষয় ভাবনা উপস্থাপন করেন অর্পণ-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক এবং অর্পণ-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শারমিনা পারভীন।

উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম মাহবুব-উল আলম, বর্তমান প্রধান শিক্ষক ও বিতর্ক প্রতিযোগিতার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান আজাদ ও জাগ্রত ঝিকাগাছা ট্রাস্টের পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইন।

বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায় প্রথম স্থান অধিকার করে চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজ। দ্বিতীয় হয় ঝিকরগাছার শেখ আকিজ স্কুল এন্ড কলেজ।

মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান হয় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয় চৌগাছার ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮...

যশোরের সাথে ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও বেনাপোলের যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’...