নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার বোড়া বাদুড়িয়ায় পান চাষী কার্তিকের পানের বরজ পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সদর উপজেলায় আউড়িয়া ইউনিয়নের বোড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

৪০ শতক জমির এ পানের বরজ পুড়ে যাওয়ায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কার্তিকের।

ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিকের বোড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়িয়ে দেয়ায় পান চাষীর মাথায় যেনো আকাশ ভেঙে পড়েছে। সব হারিয়ে দিশেহারা পান চাষী কার্তিক।

নড়াইলে ৪ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

স্থানীয়রা জানান, কার্তিকের ৪০ শতক জমিতে পানের বরজে পান চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চালাতেন তার সংসার। শুক্রবার দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক জানান, শুক্রবার বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেতো। আমি এখন কিভাবে সংসার চালাবো। আমি এ ঘটনার বিচার চাই।

ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিকের ছোট ভাই মিন্টু কর জানান, গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজ কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে,এ ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাতো। ঘটনাটি দুঃখজনক। এই কাজ টা যারাই করে থাকুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধের দুইদিন পর কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় ডুগডুগি গ্রামে উপজেলা প্রশাসন...

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন আনসার সদস্য

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল...

নড়াইলে ছাত্রলীগের কর্মসূচী, ফিলিস্তিনের পতাকা উত্তেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী...

বাগেরহাটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আরো ২ দিন অবস্থান করবে

আজাদুল হক,বাগেরহাট: জেলার পূর্ব সুন্দরবনে লেগে যাওয়া আগুন অবশেষে...