সাতক্ষীরায় ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের চারটিতে দাখিল করা ৩৭টি মনোনয়ন পত্রের মধ্যে ৩৬টি বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা ১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে সোমবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে দাখিল হওয়া ১৪টি মনোনয়নপত্রের সবগুলোই বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

এনিয়ে সাতক্ষীরার চারটি আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষে সোমবার সাতক্ষীরা-৩ আসনের ছয়জন এবং ৪ আসনের আটজনসহ মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে রবিবার সাতক্ষীরা-১ আসনে দাখিলকৃত ১২টি মনোনয়নপত্রের সবকয়টি বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ঋণ খেলাপী থাকায় মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়ন বাতিল করা হয়। অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এনিয়ে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

সাতক্ষীরার রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে কোনো প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাতক্ষীরায় ৪৫ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে...

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে...

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, যুবক নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় সড়কের ধারে থাকা পিলারের সাথে...

বাঘের আক্রমণে মৌয়াল নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে...