যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন

যশোরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভার হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি শুরু হয়। ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’ প্রতিবাদ্যকে সামনে রেখেই শিক্ষক দিবস পালন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। র‌্যালিতে জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর কালেক্টারেট স্কুল ও নব কিশলয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, কালেক্টারেট স্কুলের প্রধন শিক্ষক মোদাচ্ছের হোসেন প্রমুখ।

এরপর যশোর সরকারি এমএম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর বারী, সহযোগি অধ্যাপক বিধান ভদ্র, সহকারী নাসরিন সুলতানা ও প্রভাষক সার্থী সরকার।

অন্যদিকে যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার একরামুল আজিজ। যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর অমর কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড.মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান ও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর শামীমা আখতার।

যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক সখিনা খাতুন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা নির্বাচনে...

যশোর সদরে দোয়াত কলম প্রতীক পেলেন চেয়ারম্যান প্রার্থী বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

ঝিকরগাছায় ইমামকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় দাওয়াতে নেয়ার কথা বলে মসজিদের...

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার...