spot_img

বাগেরহাটে চোরচক্রের প্রধানসহ ২ জন ধরা, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মোবাইল ফোন চোরচক্রের প্রধানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের রেজাউর রহমান পলাশ (২৭) ও মোল্লাহাট উপজেলার কামার গ্রামের রবিউল মোল্লা (২৪)।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গত শুক্রবার সকালে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের জনৈক ইমদাদুল হক মিলনের একটি স্মার্ট ফোন চুরি হয়। পরে স্থানীয়রা রবিউল মোল্লাকে চোর হিসেবে চিহ্নিত করে আটক করে থানায় নিয়ে আসে। মোল্লাহাট থানা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রবিউল মোল্লা স্বীকার করেন তিনি ওই মোবাইল ফোনসহ একাধিক মোবাইল চুরি করে ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ের পুস্প টেলিকমের দোকানে বিক্রি করে। পুলিশ রবিউলের স্বীকারোক্তি তদন্ত করে পরের দিন শনিবার পুস্প টেলিকমের মালিক রেজাউর রহমানকে (পলাশ) কে গ্রেফতার করে। এ সময় পুষ্প টেলিকম নামক দোকান তল্লাশি করে চোরাইকৃত ৩টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং একটি কম্পিউটারের পিসি উদ্ধারসহ জব্দ করা হয়। পুস্প টেলিকমের মালিক গ্রেফতার রেজাউর রহমান পলাশকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন যাবত তিনি চোরদের নিকট থেকে চোরাই মোবাইল ফোন কম দামে ক্রয় করে এবং  উক্ত মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করে দেয়। এ ঘটনায় আসামিদের নামে নিয়মিত মামলা করে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বাগেরহাটে তিনটি চোরাই ভ্যান উদ্ধার, ২ জন গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে বৃহস্পতিবার(১৮ জুলাই) চার্জে দেয়া...

বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদুল হক, বাগেরহাট: কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি...

বাগেরহাটে ব্রীজের সাথে অটো ভ্যানের ধাক্কা, চালক নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজার এলাকায়...

বাগেরহাটে ৬টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এক...