দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে মতমিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নড়াইল জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার সাদিরা খাতুন প্রধান অতিথি ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যন নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা, জেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, আমরা সে ভাবেই এ উৎসবটা পালন করতে চাই। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে, কোনো ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এ ছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধসহ যেকোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।

জেলায় এ বছর ৫৭১টি পূজা মন্ডপের আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর...

নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রচণ্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার...

এসএম সুলতান পদক পেলেন চিত্রশিল্পী নাদভী

জেলা প্রতিনিধি, নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান পদক পেলেন...

নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

জেলা প্রতিনিধি, নড়াইল: বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন...