ঘূর্ণিঝড় ‘হামুন’: লণ্ডভণ্ড কক্সবাজার, প্রাণ গেলো তিনজনের

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে দেয়াল ও গাছের নিচে চাপা পড়ে কক্সবাজারে তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজারের কুতুবদিয়া এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করে। পাশাপাশি শুরু হয় বজ্রসহ বৃষ্টি।

নিহতরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আবদুল খালেক (৪০)। রাত ৯টার দিকে ঘরের দেয়ালে চাপা পড়ে তিনি মারা যান। দ্বিতীয়জন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কবরস্থান এলাকার হারাধন দে (৪৫)। তিনি রাত ৮টার দিকে গাছচাপা পড়ে নিহত হয়েছেন। অপরজন হলেন, চকরিয়া উপজেলার আজগর আলী (৫০)। তিনিও গাছ চাপা পড়ে মারা হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান তিনজনের মৃত্যুর।

মঙ্গলবার সন্ধ্যায় হামুন উপকূল অতিক্রম শুরু করার পর কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। অনেক ঘরবাড়ির চালা উড়ে গেছে। বড় বড় অনেক গাছ ভেঙেছে। উড়ে গেছে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা।

মহেশখালী ও কুতুবদিয়াতেও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হামুন। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্বাআলো/এসএস

আপনার জন্য প্রস্তাবিত
Related

কাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

ঢাকা অফিস: সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ...

এসএসসির ফল প্রকাশ ১১ মের মধ্যে

ঢাকা অফিস: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল...

৯ মে থেকে হজের ফ্লাইট শুরু

ঢাকা অফিস: আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের...

আবারো কমলো সোনার দাম

ঢাকা অফিস: আবারো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি...