যশোরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

যশোরে ইউনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রুনা খাতুন (২৬) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রুনা খাতুন সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি।

পরে রোগীর পরিবারের সদস্যরা ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হট্টগোল করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনরা জানান, ২৯ অক্টোবর রুনা খাতুন কানের সমস্যা নিয়ে ইউনিক হাসপাতালে ভর্তি হন। সেখানে দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. আবু কায়সার ৩৫ হাজার টাকার চুক্তিতে তার অপারেশন করেন। অপারেশনের পর ওই দিন রাতে ডাক্তার ঢাকায় চলে যান। একদিনও রোগীর কাছে আসেননি। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। কিন্তু রোগীর পরিবারের সদস্যরা তা করতে রাজি হননি।

তারা দাবি করেন, ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।

ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান জানান, মৃত্যুর কারণ ডাক্তার বলতে পারবেন। তবে, এ প্রতিষ্ঠান থেকে কোনো অবহেলা করা হয়নি।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এ ঘটনায় আমার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে মৃতের স্বজনরা। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মারধরের প্রতিশোধ নিতে যশোরে কলেজছাত্র নুর খুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার...

যশোরে রিপন হত্যা মামলার আসামি রানা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুজিব সড়কে লেদ মিস্ত্রি রিপন...

যশোর সদরের তিন ইউনিয়নে দোয়াত কলমের প্রার্থী বিপুলের মতবিনিমিয় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর...

শার্শায় ৩টি ককটেল উদ্ধার

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা বাগআঁচড়া ইউনিয়নের...