চিকিৎসকের অবহেলায় হাসপাতালে রোগীর মৃত্যু

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ইউএস বাংলা কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী।

পরিবার স্বজনরা জানান, নাজমা বেগমকে বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যথা হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সকল পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো দুই লাখেরও বেশি। চিকিৎসার দ্বিতীয় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে দুই লাখে নিচে নেমে আসে। তৃতীয় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ চতুর্থ দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে হাসপাতালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে সোমবার নাজমা বেগমের মৃত্যু হয়।

প্রতিবেশীর কোদালের কোপে প্রাণ গেলো গৃহবধূর

স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে। নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময় মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করে।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। তার শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

সাব-রেজিস্টারের অপসারণের দাবিতে কলম বিরতি

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গু মৌসুমে আমাদের হাসপাতালে প্রায়েএক হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখিত।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তীব্র দাবদাহে রূপগঞ্জে বিশুদ্ধ শীতল পানি ও স্যালাইন বিতরণ

মাছুম মিয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীব্র দাবদাহে...

বাসচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের, হাসপাতালে মা 

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ের কাঁচপুরে বাসচাপায় বাবা ও...

রূপগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

মাছুম মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলা প্রশাসন ঐতিহাসিক মুজিবনগর...

পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ

মাছুম মিয়া রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের রিক্সা, অটোরিক্সা,...