সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার শ্যামনগরে জেসমিন নাহার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরশাদ আলী মিস্ত্রীকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২ এপ্রিল) খুলনার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন।

আরশাদ আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রির ছেলে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের ১১ বছর আগে জেসমিন নাহারের সঙ্গে আরশাদ আলীর বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ২২ জুন স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় স্বামী ক্ষিপ্ত হয়ে চেরা কাঠ দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি পেটান। এতে জেসমিন মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আরশাদ আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। এ মামলায় আদালত আসামির মৃত্যুদণ্ড দেন।

সম্প্রতি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরশাদ আলীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে সড়ক দুঘর্টনায় প্রাণ গেলো একজনের, আহত ৩

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাট গম্বুজ মসজিদ এলাকায়...

সাতক্ষীরায় হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: প্রচণ্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্ট্রোকে ফারুক...

চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মঙ্গলবার (৩০ এপ্রিল) চুয়াডাঙ্গায় এ মৌসুমে...

যশোরে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরের সাতমাইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের...