গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

ঢাকা অফিস: দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (৫ মে) জিএসটির ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহবায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে রবিবার ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ

ঘোষিত ফলাফলের তথ্যমতে, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৮৫ হাজার ৫৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩১ হাজার ৮১ জন শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া ২৩ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।

ফলাফল প্রকাশের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাসিম আখতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, টেকনিক্যাল উপ-কমিটির অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. খাদেমুল ইসলাম ও অধ্যাপক ড. সৈয়দ গালিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন চিকিৎসা অনুদান, আবেদন যেভাবে

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী...

মেডিকেলের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাকা অফিস: সারাদেশের মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস...

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই

ঢাকা অফিস: চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য...

২৬ মে একাদশের ভর্তি আবেদন শুরু

ঢাকা অফিস: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল...