‌‌সমঝোতা নয়, আগ্রহী দলগুলো নিয়েই নির্বাচন: ইসি রাশেদা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয় যেসব দল আগ্রহী তাদের নিয়েই ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন অনুষ্ঠানের পথে এগিয়ে যাচ্ছি। যেসব দল আসবে তাদের নিয়েই আমরা ভোটের আয়োজন করবো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয়।

ইসি রাশেদা বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। এটা আমাদের অঙ্গীকার। যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করব। এখন কেউ এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।

তবে সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সরকার সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে এটাই চাওয়া।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, এখনও সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা কাউকে একটা আম খেতে দিলাম, তখন যদি বলে আমে বিষ আছে খাব না, তখন তাকে কীভাবে আস্থায় আনব। কীভাবে বোঝাব আমে বিষ নেই। এজন্য তাদেরও (নির্বাচন বর্জনকারী) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ঢাকা অফিস: বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।...

মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে রবিবার মধ্যরাত থেকে...

আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা...

চাকরির পেছনে না ছুটে, চাকরি দেয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,...